জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
শিক্ষাব্যাবস্থা জাতীয় করণসহ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারি দের ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষকরা। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১১ টায় নেত্রকোনা সাতপাই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি থানার মোড়, তেরীবাজার হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে।এসময় মিছিলে নের্তৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, নেত্রকোনা জেলা শাখার সভাপতি লুৎফুর হায়দার ফকির, সহ-সভাপতি ফেরদৌস আরা ইয়াসমিন, সম্পাদক আজাহারুল হক তুহিন, সদর উপজেলা সভাপতি হাবিবা রহমান শেফালী।
বিক্ষোভ কর্মসূচিতে জেলার ১০ উপজেলার শিক্ষক নেতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ, ৫% বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা প্রদানের দাবি সম্বলিত এক স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।