পপুলার২৪নিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর শেষ টি ২০ ম্যাচ খেলছে মাশরাফি বাহিনী।
রোববার বাংলাদেশ সময় ভোরে মাউন্ট মাঙ্গানুইতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা।
তবে এ ম্যাচে ফিল্ডিং করার সময় আহত হয়ে মাঠ ছাড়েন টাইগার অধিনায়ক মাশরাফি ও ওপেনার ইমরুল কায়েস।
ম্যাচের নিউজিল্যান্ড ইনিংসের ১৭তম ওভার করতে এসে আহত হন মাশরাফি। এ ওভারের প্রথম বলে সীমানায় উইলিয়ামসনের সহজ ক্যাচ ছেড়ে দেন তামিম ইকবাল। পরের বলে কোরি অ্যান্ডারসনের স্ট্রেইট ব্যাটে খেলা একটি বল বাঁচাতে চেষ্টা করে হাতে বেশ চোট পান মাশরাফি।
নিশ্চিত চার বাঁচাতে পারলেও আহত হয়ে মাঠ ছড়েন তিনি। পরে মোসাদ্দেক তার ওভারটি শেষ করেন।
এর আগে ১১তম ওভারে মাশরাফির বলে ওঠা একটি ক্যাচ সীমানায় ধরতে গিয়ে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে পড়েন দলের অন্যতম ওপেনার ইমরুল কায়েস।
এতে ক্যাচ মিসের সঙ্গে সঙ্গে আহত হয়ে তিনিও মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত তার পরিবর্তে ওপেনিং করতে তামিম ইকবালের সঙ্গে মাঠে নেমেছেন সৌম্য সরকার।
এদিকে ইতিমধ্যে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ জয় হাতছাড়া হয়েছে সফরকারী বাংলাদেশের। এই ম্যাচে হেরে গেলে ওয়ানডে সিরিজের মতো হোয়াইটওয়াশ লজ্জায় পড়তে হবে টাইগারদের।
এ ম্যাচে পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকে। মোস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছে।