পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলায় খাদিজা বেগম নার্গিস সাক্ষ্য দেওয়ার জন্য রোববার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হচ্ছেন না। এক মাস সময় চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে।
সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) চিকিৎসক সাঈদ জানান, খাদিজার শারীরিক ও মানসিক অবস্থার দিক চিন্তা করে আদালতে আবেদন করা হয়েছে।
সিআরপির চিকিৎসক জানান, খাদিজাকে প্রতিদিন তিন ঘণ্টা করে থেরাপি দেওয়া হয়। এ অবস্থায় তাকে আদালতে হাজির করা যাবে না। খাদিজার চাচা আবদুল কুদ্দুস জানান, খাদিজা এখন সুস্থ হলেও বেশিক্ষণ কথা বলতেও পারে না।
গত ১৫ ডিসেম্বর আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো খাদিজা হত্যাচেষ্টা মামলায় ভিকটিম খাদিজা বেগম নার্গিসকে আদালতে হাজির করার নির্দেশ দেন। ৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে খাদিজার সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এরই মধ্যে তিন কার্যদিবসে মামলার ৩৭ আসামির মধ্যে ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন।