পপুলার২৪নিউজ ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টে ব্যাট কথা বলেনি পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানের। তবে শেষ টেস্টে দলের প্রয়োজনে হাল ধরেন তিনি। প্রথম ইনিংসে ১৭৫ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টে ব্যাট কথা বলেনি পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানের। তবে শেষ টেস্টে দলের প্রয়োজনে হাল ধরেন তিনি। প্রথম ইনিংসে ১৭৫ রানে অপরাজিত থাকেন।
একপ্রান্তে দাঁড়িয়ে থেকে সতীর্থদের অসহায় আত্মসমর্পণ দেখেন ইউনিস খান। যার কারণে সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি এ ডান-হাতি ব্যাটসম্যান।
তবে সেঞ্চুরি হাঁকিয়ে বিরল এক বিশ্ব রেকর্ড গড়েছেন ইউনিস। ১১টি দেশের বিরুদ্ধে শতরান করা তিনিই একমাত্র ব্যাটসম্যান। প্রথম ইনিংসে রেকর্ড গড়লেও ২৩ রানের আক্ষেপ নিয়েই এই সিরিজ শেষ করতে হল ইউনিস খানকে।
কেননা অস্ট্রেলিয়া সিরিজেই ১০ হাজারি ক্লাবে প্রবেশের সুযোগ ছিল। তা হাতছাড়া হয়ে গেল সাবেক এ অধিনায়কের। ১০ হাজারি ক্লাবে যেতে ইউনিসের প্রয়োজন ছিল ৩৬ রানের। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ রান করে স্পিনার নাথান লায়নের বলে মিড অনে ক্যাচ দেন তিনি।
টেস্ট ক্রিকেটে ১১৫ ম্যাচে ৫৩ গড়ে ইউনিসের রান ৯৯৭৭। আজ ২৩ রান করতে পারলে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতেন ইউনিস খান।