পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের আন্ডার গ্রাউন্ডে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের ফ্রিকশনে সামান্য ধোঁয়া পরিলক্ষিত হয়। তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
চিকিৎসাসেবা যথারীতি স্বাভাবিক ছিল। এরপর দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে এবং ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের বৈদ্যুতিক লাইন বন্ধ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় সহায়তার পর তারা চলে যায়। বিএসএমএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার একথা বলা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন জানান, প্রকৃতপক্ষে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। প্রথমে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টে ফ্রিকশনে ধোঁয়া পরিলক্ষিত হয়। ওভার হিটের কারণে এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ফায়ার ডিসটিংগুইসার ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ পরিস্থিতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবায় কোনো ধরনের প্রভাব পড়েনি। চিকিৎসাসেবা স্বাভাবিক ছিল।
তিনি জানান, ধোঁয়া সৃষ্টির ঘটনার কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত কমটি গঠন করা হবে। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আন্ডার গ্রাউন্ডে (বেইজমেন্ট) ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্ট, গ্যাসপ্ল্যান্টসহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।