রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

10রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর আজ শনিবার একথা জানায়।
শনিবার সকালের পর কুয়াশা কেটে গেলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

আবহওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত

পূর্ববর্তী নিবন্ধবিএসএমএমইউতে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধবিএসএমএমইউ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে