পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে গুলিতে ৫ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, পুলিশের গুলিতে হামলাকারীও মারা গেছে।
ফোর্ট লডারডেল হলিউড বিমানবন্দরের টার্মিনাল-২ তে ব্যাগেজ সংগ্রহের এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির
ব্রেয়ার্ড শেরিফের কার্যালয়ের টুইট বার্তায় বলা হয়, হামলায় ৫ জন নিহত ও একজনকে আটক করা হয়েছে।
শেরিফ স্কট ইসরাইলের টুইটে অবশ্য ৮ জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এয়ারপোর্টের ভেতর থেকেই টুইটারে লেখেন কেউ কেউ। হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি আরি ফ্লেশার টুইটারে লেখেন, ‘আমি ফোর্ট লডারডেল এয়ারপোর্টে। এখানে গুলিবর্ষণ হচ্ছে। লোকজন দৌড়াদৌড়ি করছে।’
গুলিবর্ষণের এক মিনিটেরও কম সময়ের মধ্যেই বন্দুকধারী হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে বলে এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে এনবিসি নিউজ।
এ ঘটনায় ফোর্ট লডারডেল-হলিউড বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িক বাতিল করা হয়েছে।