পপুলার২৪নিউজ ডেস্ক :
প্রয়াত আল-কায়দার নেতা ওসামা বিন লাদেনের ২০ বছর বয়সী ছেলে হামজা বিন লাদেনকে সন্ত্রাসীদের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে আল-কায়দায় যোগ দেয়া হামজাকে মার্কিন পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার সন্ত্রসী আখ্যা দিয়ে তার সম্পর্কে পশ্চিমা বিশ্বকে শতর্ক করেছে।
পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১ সালে মার্কিন বাহিনীর অভিযানে আল কায়দা নেতা লাদেন নিহত হওয়ার পর তার মিসরীয় সহকারী আয়মান আল-জাওয়াহিরি সংগঠনের নেতৃত্ব নিজ কাঁধে তুলে নেয়ার পর হামজা সমর্থকদের উদ্দেশে অডিও বার্তা প্রকাশ করতে থাকেন।
২০১৫ সালে পশ্চিমা দেশগুলোর রাজধানীতে হামলার আহ্বান জানানোর পর থেকেই মার্কিনিদের নজরদারিতে ছিলেন তিনি।
সন্ত্রসী তালিকায় তার নাম থাকায় মার্কিন নাগরিকদের জন্য তার সঙ্গে যোগাযোগ করা সম্পূর্ণ অবৈধ এবং যুক্তরাষ্ট্রে তার সব সম্পদ জব্দ করা হবে বলে জানায় দেশটির প্রশাসন।