শিশু খাদিজাকেও বাঁচানো গেল না!

পপুলার২৪নিউজ ডেস্ক:
6দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে খাদিজাকে উদ্ধার করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ইন্সপেক্টর মোহাম্মদ রোকনুজ্জামান
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বুধবার ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অলৌকিকভাবেই বেঁচে যাওয়া ৮মাস বয়সী শিশু খাদিজাও মারা গেছে। হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় শিশুটি। সড়ক দুর্ঘটনায় খাদিজার ভাই সাকিবুর রহমান (৫), মা মনোয়ারা বেগম (৩৫) ও দাদী ফাতেমা বেগমসহ (৬০) অটোরিকশার চালক চাঁন মিয়া (৪০) মারা যান।

মৃত্যুর মিছিল থেকেই শিশুটিকে উদ্ধার করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ইন্সপেক্টর মোহাম্মদ রোকনুজ্জামান।

নিথর দেহগুলোর ভিতরেই শিশুটি কেঁদে উঠে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর থেকে লোহার রড কেটে শিশুটিকে উদ্ধারের সময় শিশুটির কান্নায় উপস্থিত লোকজনও চোখের পানি ধরে রাখতে পারেন নি।

মা নিজে মারা গেলেও মৃত্যুর আগ পর্যন্ত পরম মমতায় আগলে রেখে ছিলেন খাদিজাকে।

একই পরিবারের ৪জনের মৃত্যু ও অটোরিকশা চালকের মৃত্যুতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুরে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধযে কারণে বিসিসিআই প্রেসিডেন্ট হতে পারবেন না গাঙ্গুলী
পরবর্তী নিবন্ধরেকর্ড দামে ক্লাব বদল করেছেন যে সব ফুটবলার