বার্সেলোনা ছাড়ছেন টার স্টেগান!

পপুলার২৪নিউজ ডেস্ক:
28খুব দ্রুতই বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। ইতোমধ্যেই ক্যাম্প ন্যু ছাড়ার সব কার্যক্রমই তিনি সম্পন্ন করেছেন।
মূলত দলের এক নম্বর গোলরক্ষক ক্লডিও ব্র্যাভো অনত্র চলে যাওয়ায় ২৪ বছর বয়সী টার স্টেগানের ওপর গোলবার সামলানোর দায়িত্ব পড়ে। । বার্সেলোনার নিয়মিত গোলরক্ষক ক্লডিও ব্র্যাভো গত মৌসুম শেষে দল ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন।

২০১৪ সালে বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডব্যাচ থেকে বার্সায় যোগ দিয়েছিলেন টার স্টেগান। ঐ একই বছর সতীর্থ অপর গোলরক্ষক ব্র্যাভো রিয়াল সোসিয়েদাদের সাথে চুক্তিবদ্ধ হয়।

বার্সা কোচ লুইস এনরিকে অবশ্য লা লিগায় প্রথম পছন্দ হিসেবে ব্র্যাভোকেই বেশী ব্যবহার করেছেন। সে কারণেই জার্মান এই গোলরক্ষক কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০১৬-১৭ মৌসুমকে সামনে রেখে ব্র্যাভো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। তখন থেইে বার্সার মূল একাদশে নিয়মিত হয়ে পড়েন টার স্টেগান।

এ সম্পর্কে জার্মান এই গোলরক্ষক বলেছেন, “সময়গুলো ভীষণ কঠিন ছিল। কারণ আমি প্রতিটি ম্যাচেই খেলতে চাইতাম। দিনের শেষে সবকিছুই পরিবর্তন হয়েছে এবং আমরা সবাই বেশ ভাল আছি। সে ম্যানচেস্টার সিটিতে খেলে আমি বার্সেলোনায়। এখানে পরিবর্তনের প্রয়োজন ছিল। কারণ এই ধরনের পরিস্থিতি সামলানো খুব একটা সহজ নয়। এমন একটি পরিস্থিতির মধ্যে আমি পড়েছিলাম যে যদি পরিবর্তন আসতো তবে আমাকেই একটা সমাধান খুঁজে নিতে হতো।

টার স্টেগান আরো বলেছেন লা লিগায় খেলতে পেরে অনেক কিছু শেখা গেছে। তবে চ্যাম্পিয়নস লিগের শিক্ষাটা একেবারেই ভিন্ন।

পূর্ববর্তী নিবন্ধপানিস্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে: আইজিপি
পরবর্তী নিবন্ধফরিদপুরে বিলায়েত মাস্টারের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি