পপুলার২৪নিউজ ডেস্ক:
শেষ হয়েছে ক্লাস এইটের সমাপনী পরীক্ষা। এবার সময় ক্লাস নাইনে থেকেই গ্র“পভিত্তিক শিক্ষা গ্রহণের। এবার বেছে নিতে হবে পছন্দের স্ট্রিম। বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসা শিক্ষা? কোনো বিষয় বেছে নিলে আপনার সন্তানের ইচ্ছা পূরণ হবে আবার ভবিষ্যতের কর্মক্ষেত্রেও থাকবে নিশ্চিত।
আপনার করণীয়
দেখবেন বাচ্চাদের যদি প্রশ্ন করা হয় সে বড় হয়ে কী হতে চায়, তাহলে তারা নানারকম প্রফেশনের কথা বলে। কেউ বলে সে বড় হয়ে শিক্ষক হতে চায়, কেউ বলে ডাক্তার আবার কেউ চায় মাশরাফি বা সাকিবের মতো ক্রিকেটার হতে। কেউ কেউ ছোটবেলার এই অ্যাম্বিশন পরবর্তী সময়ে বাস্তবায়িত করে। কেউ সম্পূর্ণ অন্য পেশা বেছে নেয়। কিন্তু অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব ওর ভালোলাগা, ইচ্ছা, আগ্রহের খোঁজ রাখা। ও নিজে সিদ্ধান্তহীনতায় ভূগলে সঠিক ক্যারিয়ার অপশন বেছে নিতে আপনাকেই ওকে সাহায্য করতে হবে।
* সন্তান ক্লাস ফাইভের গণ্ডি পেরুনোর পর থেকে একাডেমিক দুর্বলতা এবং সবলতার দিকে বিশেষ খেয়াল রাখা শুরু করুন। এছাড়া কোনো এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিতে ওর আগ্রহ আছে কি না, রেজাল্টের অ্যাভারেজ এবং কোনো ক্ষেত্রে সে পুরষ্কার বা সম্মাননা জিতছে সবকিছুর একটা সামগ্রিক ধারণা যেন আপনার থাকে।
* ক্লাস এইটের সমাপনী পরীক্ষার পরে ওকে প্রশ্ন করুন পরবর্তী পর্যায়ে ও কী নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়। সেই উচ্চশিক্ষার জন্য ও দেশের বাইরে যেতে চায় নাকি দেশে থেকেই অ্যাম্বিশন পূরণ করতে চায়, সেই ব্যাপারেও পরিষ্কারভাবে আলোচনা করে নিন। তাহেলে পরে কোনো কনফিউশন তৈরি হবে না।
* ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে ক্যারিয়ার কাউন্সেলরের গাইডেন্সও নেয়া যেতে পারে।
* ইন্টারনেট থেকেও নিজেদের আপডেট করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে, নতুন কী নিয়ে পড়াশোনা করা যেতে পারে, কোথায় কী স্কলারশিপ পাওয়া যায়- এসব তথ্য আপনি অনায়সেই ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারবেন। নেটে এসব তথ্য ব্রাউজ করার সময় সন্তানকে পাশে রাখুন।
* খেয়াল রাখুন সন্তান যে দিকে আগ্রহ দেখাচ্ছে তাতে ভবিষ্যতে ও কতটা স্বনির্ভর হতে পারবে।
* ক্লাস নাইনেই ওকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে পার্ট-টাইম কাজ করতে উৎসাহ দিন। এতে ওর কাজের অভিজ্ঞতা বাড়বে এবং সিভিও অনেক রিচ হবে। যা ওকে পরবর্তী সময়ে কর্পোরেট জগতে ওকে মানিয়ে নিতে সহযোগীতা করবে।