পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন্স মেজর শাকিল, যিনি এই বিভাগে প্রেষণে কাজ করছেন।
মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসার পর আগুন নেভাতে দীর্ঘসূত্রিতার কারণ জিজ্ঞেস করা হলে তার জবাবে তিনি এ কথা বলেন।
মেজর শাকিল বলেন, ফায়ার সার্ভিসের গাড়িতে ধারণকৃত পানি খুব বেশি থাকে না। সাধারণত কোথাও আগুন লাগলে সেখানকার ভবন থেকেই আগুন নেভানোর সহায়তা নেয় ফায়ার সার্ভিস। তবে ডিসিসি মার্কেটে তেমন কোনো ব্যবস্থা ছিল না। যে কারণে আগুনে নেভাতে বেগ পেতে হয়েছে।
পরে হাতিরঝিল থেকে সংযোগ দিয়ে পানি নিয়ে এসে আগুন নেভানোর কাজ পুরোদমে শুরু করা হয়। এর আগে আশপাশের ভবনগুলো থেকে সহায়তা নিয়ে আগুন নেভানোর কাজ করে ফায়ার সার্ভিস।
এদিকে আগুনের সূত্রপাত নিয়ে তেমন কোনো তথ্য দিতে না পারলেও অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মেজর শাকিল।