ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পুলিশের জিজ্ঞাসাবাদ

পপুলার২৪নিউজ ডেস্ক:
19ফরাসি ধনকুবেরের কাছে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। গতকাল সোমবার তাকে এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের খবর দেশটির রাজনীতির অঙ্গনকে বেশ নাড়া দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি ও বিদেশি ব্যবসায়ীরা নেতানিয়াহুকে হাজার হাজার ডলার মূল্যের উপহার দিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে। এটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন। জিজ্ঞাসাবাদের বিষয়ে পুলিশ ও নেতানিয়াহুর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নেতানিয়াহু তার বাড়িতেই পুলিশের মুখোমুখি হন।

জানা যায়, ফরাসি ধনকুবের আরনাউদ মিমরানের কাছ থেকে নেতানিয়াহু অর্থ নিয়েছেন। কার্বন নিঃসরণের অনুমতি ও এর ওপর আসা করের বাণিজ্য বাবদ ২৮৩ মিলিয়ন ইউরো কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার দায়ে মিমরানের আট বছরের কারাদণ্ড হয়।

পূর্ববর্তী নিবন্ধকাজ ছাড়া বছর শুরু মাহির
পরবর্তী নিবন্ধটঙ্গীতে তুলার কারখানায় আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে