চবির সব ডিন পদে আওয়ামীপন্থীরা জয়ী

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাতটি অনুষদের ডিন নির্বাচনে সবক’টি পদে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ দলের’ প্রার্থীরা জয়ী হয়েছেন।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে দু’দিন অগ্রিম ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৭ ডিসেম্বর ৩২ জন শিক্ষক ও ২৯ ডিসেম্বর ২৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, ডিন নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজ তথা ‘হলুদ দলের’ প্রার্থীরা সবাই নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কলা ও মানববিদ্যা অনুষদে অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক ড. আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন, জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. মাহাবুবুর রহমান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে অধ্যাপক ড. শংকর লাল সাহা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ অংশগ্রহণ করলেও তাদের কোনো প্রার্থী জয়ের মুখ দেখেনি।

নির্বাচনে বিপুল বিজয়ে ‘হলুদ দলের’ আহ্বায়ক অধ্যাপক ড. সুলতান আহমেদ সন্তোষ প্রকাশ করে জানান, ‘এটা আমাদের ঐতিহাসিক বিজয়। সবক’টি অনুষদে আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।’

পূর্ববর্তী নিবন্ধটি২০-তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
পরবর্তী নিবন্ধতালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে আফগান নারীরা