সাকিব-হাথুরুসিংহের বাকযুদ্ধ

পপুলার২৪নিউজ ডেস্ক:
8গুরু-শিষ্যের যেন হালকা বাকযুদ্ধ হয়ে গেল। দলে সিনিয়র ক্রিকেটার ও জুনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে গুরু হাথুরুসিংহে যে মত দিয়েছিলেন তার পাল্টা মত দিলেন শিষ্য সাকিব আল হাসান।

সম্প্রতি বাংলাদেশের সিনিয়র ব্যাটসম্যানদের ফর্মটা ভালো যাচ্ছে না। তাছাড়া উইকেটে সেট হয়ে বাজেভাবে আউটও হচ্ছেন অনেকেই।

তাই সিনিয়রদের আরও দায়িত্ব নিয়ে খেলার কথা বললেন হাথুরুসিংহে।

হাথুরুর কথায়, বিদেশের মাটিতে সিনিয়রদেরই এগিয়ে আসতে হবে। জুনিয়রদের ওপর বেশি ভরসা করা যায় না। সিনিয়ররা ব্যাটিংয়ে শুরুটা ভালো করলে সেটা বড় কিছুতে রূপ দিতেই হবে।

গুরুর এই কথায় একমত হতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব বলেন, দলে খেলোয়াড়ের সংখ্যা মোট ১১ জন। এরমধ্যে ছয়জন জুনিয়র খেলোয়াড় যখন খেলবে, তখন তাদেরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। সিনিয়ররাই সব করবে এমন ভাবা হলে তো পাঁচজন খেলোয়াড় নিয়েই খেলতে হবে।

সাকিবের কথায়, দলের জয়ের জন্য শুধু সিনিয়রদের ওপর নির্ভর করলে হবে না। জিততে হলে সবাইকেই ভালো খেলতে হবে।

তিনি বলেন, জুনিয়রদের ভালো করার ক্ষমতা আছে বলেই দলে নেয়া। দলে কেউ নতুন এসেছে বলে ভালো করতে পারবে না -এমনটা আমরা বিশ্বাস করি না।

পূর্ববর্তী নিবন্ধবাগদাদের ব্যস্ত চত্বরে বোমা হামলায় নিহত ৩৫
পরবর্তী নিবন্ধরাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত