দলে স্থিতিশীলতা আনতেই প্রথম টি২০-তে শুভাগত-হাথুরুসিংহে

পপুলার২৪নিউজ ডেস্ক:
2নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি২০-তে অলরাউন্ডার শুভাগত হোমকে দলে রাখার ব্যাখ্যা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিনি জানিয়েছেন, দলে স্থিতিশীলতা আনতেই প্রথম টি২০-তে স্কোয়াডে রাখা হযেছে শুভাগত হোমকে।

গত বিশ্বকাপে তাসকিন আহমেদ ও আরাফাত সানি অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলে সাকলাইন সজীবের সঙ্গে সুযোগ মেলে শুভাগতরও।

ভারতে তিন ম্যাচ খেলে পান এক উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওভারে ১৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ভারতের বিপক্ষে ২৪ রানে পান এক উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তিন ওভারে ১৬ রানে ছিলেন উইকেটশূন্য।

তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এ অলরাউন্ডার। ব্যাট ও বল হাতে ছিলেন ব্যর্থ। ব্যাট হাতে মাত্র এক ম্যাচে ত্রিশের বেশি রান করতে সক্ষম হন। বল হাতেও খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেননি শুভাগত।

রোববার নেপিয়ারে টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভাগতকে দলে রাখার ব্যাখ্যা দেন হাথুরুসিংহে।

হাথুরুসিংহে বলেন, দল নির্বাচনে আমাদের ধারাবাহিক হতে হবে। আমি দলে স্থিতিশীলতা আনতে চাই। আপনি যদি ওর (শুভাগত) শেষ টি২০ ম্যাচের কথা চিন্তা করেন, সেটি ছিল গত বিশ্বকাপে। সে শেষ দুই ম্যাচে ভালো বোলিং করেছে।

পূর্ববর্তী নিবন্ধএকাদশে থাকার লড়াইয়ে দুই ‘মমিসিঙ্গা’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দিয়াজ অনুসারী ছাত্রলীগ নেতা আটক