লিটন ও বজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

লিটন ও বজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ও আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।  সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রকাশ করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, মন্ত্রিসভা দুটি শোক প্রস্তাব গ্রহণ করেছে। একটি হল দশম জাতীয় সংসদের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে এবং আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটনকে তার সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামের নিজের বাড়ির বসার ঘরে ঢুকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। অপরদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান রবিবার (১ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা বিশ্বের ১৩ শীর্ষ বুদ্ধিজীবীর একজন
পরবর্তী নিবন্ধঘুমের ৯ সমস্যা দূর করুন সহজেই