আততায়ীর গুলিতে মন্ত্রী নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:
বুরুন্ডির পরিবেশ বিষয়ক মন্ত্রী ইমানুয়েল নিয়াংকুরো (৫৪) আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন।

রোববার মধ্যরাতের পর দেশটির রাজধানী বুজুমবুরাতে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০১৫ সালে দেশটিতে রাজনৈতিক অস্থিরতার অংশ হিসেবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা তাদের।

নিয়াংকুরো দেশটির পরিবেশ, পানি ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

এক টুইটবার্তায় পুলিশের মুখপাত্র পিয়েরি জানান, পরিবেশমন্ত্রী নিজ বাসা রোহিরোর উদ্দেশে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলার শিকার হন।

এদিকে মন্ত্রীর মৃত্যুর ঘটনায় দেশটির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুঞ্জিজা এক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বার্তায় দোষীদের বিচারের আশ্বাসও দেন তিনি।

২০১৫ সালের এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে সেখানে এখন পর্যন্ত ৫শ’র মতো লোক প্রাণ হারায়। রাজনৈতিক এ অস্থিরতায় তিন লাখেরও বেশি মানুষ পালিয়ে বেড়াচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ১৯ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধমৌলবাদী শক্তিকে চরম মূল্য দিতে হবে:ওবায়দুল কাদের