সুন্দরগঞ্জে স্বতঃস্ফূর্ত হরতাল-রেলপথ অবরোধ চলছে

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
18গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে স্বতঃস্ফূর্ত হরতাল চলছে। এছাড়া অবরোধ করা হয়েছে রেলপথ।

শনিবার সকাল ৬টা থেকে আকস্মিক হরতালে সুন্দরগঞ্জ অচল হয়ে পড়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ সড়কে নেমে এসে সরকার দলীয় সংসদ সদস্যের হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ করছে।

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট-সান্তাহার রেলপথে সান্তাহারগামী টোয়েন্টি ডাউন মেইল ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে আটকে দেয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

এরপর বেলা সাড়ে ১২টা পর্যন্ত উত্তর বঙ্গ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন সেখানে আটক পড়ে।

পরে গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আহমেদের নেতৃত্বে বিজিবি, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে সমঝোতা করার পর তারা রেলপথ থেকে অবরোধ তুলে নেয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে হরতালে অভ্যন্তরিণ ও দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুই মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত সরকার দলীয় সংসদস সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের নিজ বাড়িতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়।

এরপর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

মঞ্জুরুল ইসলাম লিটন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে গাইবান্ধা-১ আসনে এমপি নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন

পূর্ববর্তী নিবন্ধআ.লীগ নেতার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য সর্বস্তরে কোটা চালু করা হবে-এরশাদ