কাজী হায়াতের হাফ সেঞ্চুরি সঙ্গী মৌসুমী

পপুলার২৪নিউজ ডেস্ক:
22১৯৭৯ সালে ‘দি ফাদার’ নির্মাণের মধ্যদিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজী হায়াতের অভিষেক ঘটে। এ পর্যন্ত তিনি ৪৯টি চলচ্চিত্র নির্র্মাণ করেছেন। সর্বশেষ তিনি ‘ছিন্নমূল’ নামে একটি ছবি পরিচালনা করেন। ইমপ্রেসে টেলিফিল্মের প্রযোজনায় নিজের লেখা গল্পে ‘ঘুম’ নামক একটি ছবি নির্মাণের মধ্য দিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ হচ্ছে তার। এ যাত্রায় তার সঙ্গে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। পরিচালনায় নয়, কাজী হায়াতের ৫০তম ছবিতে অভিনয় করবেন এ চিত্রনায়িকা। এরইমধ্যে বিষয়টি চূড়ান্ত করেছেন পরিচালক। ১৯৯৭ সালে ‘লুটতরাজ’ ছবির মাধ্যমে কাজী হায়াতের পরিচালনায় প্রথম অভিনয় করেন মৌসুমী। এরপর একই পরিচালকের ‘আম্মাজান’, ‘কষ্ট’, ‘বর্তমান’, ‘ইতিহাস’ ও ‘মিনিষ্টার’ ছবিতেও তাকে দেখা যায়। এবার দীর্ঘ ১৩ বছর পর আবারও কাজী হায়াতের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার সত্যিই ভীষণ সৌভাগ্য। কাজী হায়াতের মতো গুণী একজন চলচ্চিত্র নির্মাতার ৫০তম চলচ্চিত্রে আমি অভিনয় করছি। ঘুম এমন একটি চলচ্চিত্র, আমি আশাবাদী এটি হবে নতুন বছরে আমার নতুন এক চ্যালেঞ্জ।’ কাজী হায়াৎ বলেন, ‘দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের ৩৭টি বছর অতিক্রম করেছি। ভাবতেই পারিনি সাফল্য নিয়ে ৫০তম চলচ্চিত্র নির্মাণ করতে পারব। ইমপ্রেসকে ধন্যবাদ পাশে থাকার জন্য।’ বাণিজ্যিক চলচ্চিত্র নয় জেনেও এতে অভিনয় করতে রাজি হওয়ার জন্য মৌসুমীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

পূর্ববর্তী নিবন্ধ‘করব করব’ নয়, আজই শুরু হোক
পরবর্তী নিবন্ধ২০১৬ সালের সেরা পোশাকধারী