এমপি লিটনের প্রথম জানাজা সম্পন্ন, লাশ আসছে ঢাকায়

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:

দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার বেলা পৌনে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।

এরপর লিটনের মরদেহ রংপুর পুলিশ লাইন্স মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।এখন লাশ ঢাকায় নিয়ে আসা হবে। লিটনের দ্বিতীয় জানাজা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ময়নাতদন্তকারী চিকিৎসক এমপি লিটনের নিহতের ধরন বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

এমপি লিটনের নিহতের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল রংপুরে গেছেন। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিটনের মরদেহ দেখেন তারা।

এরপর সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর কবির নানক বলেন, এমপি লিটনের হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত-শিবির জড়িত। তিনি দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতার আনা হবে বলে জানান।

এদিকে এমপি লিটনের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় তার সংসদীয় আসনে হরতাল পালন করছে আওয়ামী লীগ। রোববার সকাল থেকে এই হরতাল চলছে। স্থানীয় আওয়ামী লীগ এই হরতালের ডাক দেয়। হরতালে বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। এরপর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুই মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত সরকার দলীয় সংসদস সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের নিজ বাড়িতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী দশ থেকে এগারো বছর বয়সী জুয়েল রানা ও সাইফুল ইসলাম জানান, এমপি লিটনের দেয়া ক্রিকেট ব্যাট ও বল দিয়ে তারা বাড়ির উঠোনে ক্রিকেট খেলছিলেন। লিটন তাদের খেলা দেখছিলেন। এসময় দুই মোটরসাইকেলে পাঁচজন লোক এসে এমপি লিটনকে তার ঘরের ভেতর জোর করে নিয়ে যান। সেখানে তারা তাকে গুলি করে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

লিটনের চাচি শামীম আরা স্মৃতি ও তার ভাগনি শিমু আকতার জানান, গুলির শব্দ ও চিৎকার শুনে তারা দৌড়ে এসে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় এমপি লিটন ঘর থেকে বের হয়ে আসছে এবং চিৎকার দিয়ে বলছেন যে তাকে গুলি করা হয়েছে। এরপরই তিনি উঠোনে এসে পড়ে যান।

তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, এমপি লিটন হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটকের কথা জানিয়েছেন তিনি। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি।

মঞ্জুরুল ইসলাম লিটন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে গাইবান্ধা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে অস্ত্র-গুলিসহ আটক ৩
পরবর্তী নিবন্ধমায়ের ওপর অত্যাচার করতেন তাপস পাল?