শহীদ জসিম উদ্দিনের মেয়ের দাফন সম্পন্ন, ধর্ষকদের শাস্তি দাবি

নিউজ ডেস্ক

ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়েকে (১৭) তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাত পৌনে ৮টায় উপজেলার পাঙ্গাসিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ বাড়ির উঠানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে মেয়েটির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ জসিম উদ্দিনের চাচাতো ভাই মো. কালাম হাওলাদার বলেন, ‘আমাদের মেয়ে অত্যন্ত সাহসী ছিল। অন্যায়ের বিরুদ্ধে সে বুক চিতিয়ে লড়েছিল। কিন্তু বিচারহীনতার ভয়, সমাজের অবজ্ঞা ও মানসিক চাপ শেষ পর্যন্ত তাকে ভেঙে দিলো। সে আমাদের ছেড়ে চলে গেলো। আমরা তার আত্মার শান্তি কামনা করি। তার সঙ্গে যারা পাশবিক আচরণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় শহীদ জসিম উদ্দিনের মেয়ে। পরে সে নিজে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। এরইমধ্যে অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পরিবারের দাবি, ধর্ষণের শিকার হওয়ার পর থেকে মেয়েটি গভীর মানসিক যন্ত্রণায় ভুগছিল। সামাজিক লজ্জা, অবহেলা ও ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা তার মধ্যে চরম হতাশা তৈরি করে। সেই হতাশা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে বলে পরিবারের ধারণা।

পটুয়াখালীর দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআরাকানে মুসলিম স্টেট চাইল জামায়াত
পরবর্তী নিবন্ধসিটি করপোরেশন হচ্ছে বগুড়া