নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে পৌনে চার কোটি টাকা অনুদান দিয়েছে রাষ্ট্রায়ত্ব সোনালী, রূপালী ও জনতা ব্যাংক লিমিটেড।
গত ৫ এপ্রিল রোববার বিকেলে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবদুস সালাম আজাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে এই অনুদান গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপস্থিত থাকা প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে পৌনে চার কোটি টাকার অনুদানের চেক তুলে দেন সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকগণ।
অনুদানের চেক হস্তান্তর উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জ্ঞাপন করেন করোনাভাইরাস মোকাবেলায় সহযোগিতার হাতকে প্রসারিত করে এগিয়ে আসা সোনালী, রূপালী ও জনতা ব্যাংক সহ সবগুলো প্রতিষ্ঠানের প্রতি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কেননা আপনারা এই প্রয়োজনীয় মুহূর্তে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এসেছেন। জাতি আপনাদের এই অবদানকে সবসময় স্মরণ করবে।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সহযোগিতার জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড এর নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীদের বেতনের একটি অংশ থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ও ৫ হাজার পিস পিপিই অগ্রণী ব্যাংক এর চেয়ারম্যান ডক্টর জায়েদ বখত এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম গত ৫ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এর নিকট হস্তান্তর করেন।
চেক ও পিপিই হস্তান্তর এর সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তা অবলোকন করেন এবং এ উদ্যোগের প্রশংসা করে সরকারের করোনা সংকট মোকাবিলার জন্য ঘোষিত আপৎকালীন প্রণোদনার সফল বাস্তবায়নে ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।