পরিবার সঙ্গে না রাখা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদকপরিবার সঙ্গে না রাখা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, যে সব জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কর্মক্ষেত্রে স্ত্রী বা স্বামী ও সন্তানরা থাকেন না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এমন ডিসিদের তালিকা করার একটি পদক্ষেপ চলছে।’ খবর ইউএনবির।
বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন মিলনায়তনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশে সামাজিক জবাবদিহি ও ইচ্ছামূলক গণতন্ত্রের পরিস্থিতি: বর্তমান গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এটা দেখা গেছে যে সব জেলায় ডিসিদের সন্তানরা পড়াশোনা করে না সেখানকার স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের গুণ ও মান তদারকি ও যথাযথভাবে পরিচালনা করা হয় না। তাই জেলা প্রশাসকদের সঙ্গে যাতে পরিবার থাকে তা সরকার নিশ্চিত করতে চায় বলে জানান মন্ত্রী।

স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। কারণ সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২৩ ধরনের সেবা মানুষকে দেয়া হয়। এ ছাড়া যে সব পৌরসভার কর্মীরা বেতন পাচ্ছেন না সেগুলোর মেয়রদের বিদেশ সফরে যেতে দেবে না মন্ত্রণালয় ।

 

 

পূর্ববর্তী নিবন্ধবিরোধীকণ্ঠ রোধ করতে সরকার গুমকে কৌশল হিসেবে ব্যবহার করছে:  ফখরুল
পরবর্তী নিবন্ধজিম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে ডিজিটাল এক্সরে উদ্বোধন