প্রতিষ্ঠার ৫ম বছর পেরিয়ে ৬ষ্ঠ বছরে পদার্পন করেছে দেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
২০১৩ সালে প্রতিষ্ঠার পর ১১ আগস্ট, শনিবার সকাল ১১টায় কোম্পানির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের মধ্যদিয়ে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠানটির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি, সার্ভিস সেন্টারের ইনচার্জ ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে এস এম নুরুজ্জামান বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা, কোম্পানির পরিচালকবৃন্দ, গ্রাহক, শুভানুধ্যায়ী, কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিয়ে ২০১৩ সালের ১১ আগস্ট যাত্রা শুরু করে এই বীমা কোম্পানি। প্রতিষ্ঠার পর ১২ আগস্ট, শনিবার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল ব্যবসা সফল এ বীমা কোম্পানি। সকাল ১১টায় কোম্পানির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
তথ্যমতে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিয়ে ২০১৩ সালের ১১ আগস্ট যাত্রা শুরু করে বীমা কোম্পানিটি। বর্তমানে কোম্পানিতে ৪৫
হাজার ৪২৬ জন বীমা গ্রাহক রয়েছেন। এ কোম্পানিতে স্থায়ী ও খন্ডকালীন ভিত্তিতে ৫ হাজারের বেশি লোকের কর্ম সংস্থান হয়েছে। এ পর্যন্ত ৮৫৯ জন বীমা গ্রাহকের দাবি বাবদ ৫ কোটি ৮ লাখ ৩৫ হাজার ২০৩ টাকা পরিশোধ করা হয়েছে। এরমধ্যে রয়েছে ২৮টি মৃত্যু দাবি, ৮২০টি সার্ভাইবাল বেনিফিট (এসবি) ও ১১টি সমর্পন মূল্য।
২০১৭ সালে জেনিথ ইসলামী লাইফ ২৫ কোটি ১ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করে ৪৭ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। আর ব্যবস্থাপনা খাতে আগের বছরের চেয়ে ব্যয় কমিয়েছে ৩৬ শতাংশ। বিদায় বছরে সরকারি-বেসকারি খাতে কোম্পানিটির বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৮ কোটি টাকা। প্রেস বিজ্ঞপ্তি