পপুলার২৪নিউজ ডেস্ক:
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের হ্যাকড হওয়া ওয়েবসাইট ৩ ঘণ্টা পর পুনরুদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে মন্ত্রণালয়ের (www.ictd.gov.bd) এই ওয়েবসাইটটিতে ঢুকে দেখা যায়, সেখানে ইংরেজিতে লেখা, হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।
আইসিটি ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য জানান।
‘লুলজসেক ইন্ডিয়া’ নামের ভারতীয় একটি হ্যাকার গ্রুপ এই দাবি করে।
রাহু নামের একজনের দখলে ওয়েবসাইটটি রয়েছে বলে হ্যাক করার পর সেখানে দাবি করা হয়েছে।