পপুলার২৪নিউজ ডেস্ক:
শুক্রবার এমভি সুন্দরবন ১০ লঞ্চ থেকে ভেসে আসছিল “সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগডুগি…” এই গানটি। যে কেউ মনে করবেন একজন কণ্ঠশিল্পী হয়তো এই গান গাইছেন। কিন্তু আসল ঘটনা কিন্তু তা নয়। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার কণ্ঠে ভেসে আসছিল এই গান। আর সেই সুর ছড়িয়ে পড়েছিল জাহাজের কেবিন থেকে শুরু করে সর্বত্র। সবাই মেতে উঠেছিলেন সেই গানের আনন্দে। প্রতিমন্ত্রীর সাথে কণ্ঠ মিলিয়েছেন সেখানকার উপস্থিত সবাই। ।
গত শুক্রবার রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার ফ্যামিলি ডে ছিল। সে উপলক্ষে আয়োজন করা হয় নৌবিহারের। এমভি সুন্দরবন ১২ লঞ্চ ভাড়া করে চাঁদপুরের নিকট ঘুরে আসা হয়। সেই নৌবিহারের সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিল নকশী কাঁথা ব্যান্ড। লিড ভোকালিস্ট সাজেদ ফাতেমী গান গাওয়ার সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা প্রতিমন্ত্রী রাঙ্গা অনেকের অনুরোধে মঞ্চে চলে আসেন। সেখানেই প্রতিমন্ত্রী রাঙ্গা তার গায়কিতে পরিবেশন কররেন ‘সাধের লাউ’।
মন্ত্রী রাঙ্গার মঞ্চ মাতানো এই গানটির ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।