৯ সেকেন্ডে লাল কার্ড

পপুলার২৪নিউজ ডেস্ক:
১০০ মিটারে রেকর্ড গড়তে উসাইন বোল্টের লেগেছিল ৯.৫৮ সেকেন্ড। আর মাঠে লাল কার্ড পেতে জ্যামাইকান বিদ্যুতের সেই রেকর্ডও ভেঙে দিলেন এক ফুটবলার।

ঘটনা আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে। তোবিও নামের ওই ফুটবলার লাল কার্ড পেতে সময় নিয়েছেন মাত্র ৯ সেকেন্ড। সব দর্শক তখনও নিজেদের আসন নিতে পারেননি। ম্যাচের বয়স ঘড়ির কাঁটায় ৯ সেকেন্ড ছুঁয়েছে। ওই সময়েই সেন্ট্রাল রোজারিওর খেলোয়াড় তোবিও লালকার্ড দেখে মাঠ ছাড়েন।

কোপা আর্জেন্টিনা কাপের কোয়ার্টার ফাইনালে সেন্ট্রাল রোজারিওর ম্যাচটি ছিল গোদয় ক্রুজ ডি মেন্ডোজার বিপক্ষে। বল সেন্টার করতে না করতেই মেন্ডোজার সান্টিয়াগো গার্সিয়াকে কড়া ট্যাকল করেন তোবিও।

কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন রেফারি। তোবিওর লাল কার্ড অবশ্য জয় আটকাতে পারেনি রোজারিওর। প্রথমার্ধেই ২-০ গোলে লিড নিয়েছিল মেন্ডোজা। কিন্তু দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল খেলে রোজারিও ম্যাচ জিতে নেয় ৩-২ গোলে। ওয়েবসাইট।

 

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের অপরাধে তরুণের ২০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসাতক্ষীরায় ৫৯ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক