৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

জেলা প্রতিনিধি:

বাংলাবান্ধা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান।

এর আগে সোমবার রাত ১০টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অসীম বলেন, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী এসে সারারাত ধরে কাজ করে। মঙ্গলবার ভোরে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ হয়। লাইন ক্লিয়ার হওয়ার পর রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস সকালে ছেড়ে যায়।

আর রাতে আটকে পড়া চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিও রাজশাহী এসে পৌঁছেছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলঙ্কানদের বীরোচিত সংবর্ধনা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জিতে গর্বিত নিগার