৯৫০ টাকায় গ্যালারিতে বসেই দেখা যাবে কাতার বিশ্বকাপ !

স্পোর্টস ডেস্ক  : শুরু হয়েছে বিশ্বকাপের বছর। বছরের শুরুতেই টিকিট কেনার সুযোগ পাচ্ছেন ফুটবল ভক্তরা। ফিফার ওয়েবসাইট থেকেই কেনা যাবে এই টিকিট। টিকিট বাজারে ছাড়ার খবর তো আছেই, দাম নিয়েও আলোচনা হচ্ছে বেশ। রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপের তুলনায় কম দামেই যে অনলাইনে ছাড়া হয়েছে বিশ্বকাপের টিকিট!

এপি জানাচ্ছে, আসছে বিশ্বকাপে ক্যাটাগরি থ্রি টিকিটের দাম পড়েছে ২৫০ কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় পড়েছে ৫৯০০ টাকার কাছাকাছি। রাশিয়া বিশ্বকাপে এই ক্যাটাগরির টিকিটের দাম ছিল প্রায় ৮৮০০ টাকা।

তবে সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম অবশ্য এর চেয়েও অনেক কম। এপি জানাচ্ছে, মাত্র ৪০ কাতারি রিয়াল বা ৯৫০ টাকায় দেখা যাবে বিশ্বকাপের খেলা। তবে এক্ষেত্রে শর্ত আছে একটা, হতে হবে কাতারের নাগরিক।

এক্ষেত্রেও অবশ্য ২০১৮ বিশ্বকাপের চেয়ে সস্তায় দেখা যাবে খেলা। স্থানীয় নাগরিকদের কাছে প্রায় সাড়ে তিন বছর আগের এই বিশ্বকাপে টিকিটের দাম হাঁকা হয়েছিল ২২ ইউরো বা প্রায় ২১৫০ টাকা।

তবে এই দামে টিকিট পাবেন কাতারে প্রবাসি ভিনদেশিরাও। এর আগে ২০১৯ বিশ্ব ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে ৬০ কাতারি রিয়াল ছিল সবচেয়ে সস্তা টিকিটের দাম। দেশটিতে অবস্থানরত প্রবাসিদের জন্য যা একদম মুফতেই খুলে দেওয়া হয়েছিল প্রতিযোগিতাটির টিকিট।

ফিফা টিকিটগুলো খোলা বাজারে বিক্রির চেয়ে একটা সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় অনলাইনে বিক্রি করা হবে বলে জানা যাচ্ছে। সে কারণেই সব টিকিটের দাম এখনো প্রকাশিত হয়নি।

 

পূর্ববর্তী নিবন্ধবিপিএল: করোনা আক্রান্ত ক্রিকেটারদের জন্য ‘ছাড়’ দেবে বিসিবি!
পরবর্তী নিবন্ধশীতল জলে উষ্ণ জানভি কাপুর