৯০ বছর বয়সে পিএইচডি ডিগ্রি

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের চেন্নাইয়ে ৯০ বছর বয়সে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন এক ব্যক্তি। তাঁর নাম পল সিরোমনি। তবে এ জন্য তাঁকে ছয়টি নিবন্ধ লেখার পাশাপাশি তিনটি দীর্ঘ পরীক্ষা ও বিভিন্ন সেমিনারে অংশ নিতে হয়েছে। ইন্ডিয়া টুডের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, চাকরি থেকে অবসরে যাওয়ার পর পল গবেষণার কাজ শুরু করেন। তিন বছর কাজ করার পর তিনি এ ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘গড’স কল টু দ্য চার্চ টু জয়েন ইন ট্রান্সফরমিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ কিংডম অব লাভ’।

এর আগে সিরোমনি সেন্ট মার্কের ক্যাথিড্রাল শিল্পকৌশল টিম সার্ভিসের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি ফলিত ব্যবহারিক বিজ্ঞানের জন্য ইন্ডিয়ান সোসাইটিরও প্রতিষ্ঠাতা সদস্য। এ ছাড়া তিনি বেঙ্গালুরুতে বস্তির শিশুদের লেখাপড়াও করিয়েছেন। সেখানে তাদের জীবনমানের উন্নয়নে স্বাস্থ্যসচেতন করে গড়ে তোলার পাশাপাশি মৌলিক চাহিদা সম্পর্কে সচেতন করেন।

পলের স্ত্রী জোইসি সিরোমনিও (৮৭) মানসিক রোগীদের পুনর্বাসনে কাজ করছেন। তিনি ১৯৫৪ সালে ডাক্তারি পাস করার পর ভারতের বিভিন্ন এলাকার হাসপাতালে কাজ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআবুল হোসেনের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া উচিত: বি. চৌধুরী
পরবর্তী নিবন্ধ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিস্তার নিহত