নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইন্টারনেট সংবাদপত্রের ইতিহাসের এক অনন্য নাম পপুলার টোয়েন্টিফোর নিউজ। বিশ্বায়নের যুগে অসীম সাহসকিতার সঙ্গে বস্তনিষ্ঠ সংবাদ পরিবশেন করে ইতিমধ্যে গণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতি দিনই বাড়ছে এই পত্রিকার পাঠক সংখ্যা। ইন্টারনেট ব্যবহার মানুষের কাছে সহজলভ্য হওয়াতে অনলাইন পত্রিকার দিকেই মানুষের ঝোক বেড়েই চলেছে। ৭ম প্রতষ্ঠিার্বাষিকীর অনুষ্ঠানে উপস্থতি হন দেশের গণমাধ্যম ব্যক্তির্বগ। বিশিষ্টজনরা মনে করনে, পপুলার টোয়েন্টিফোর নিউজ এখন বস্তুনিষ্ঠ খবরের উৎসের ভরসাস্থলে উপনীত হয়েছে। এ সাফল্যের ধারা অব্যাহত থাকার আশাও প্রকাশ করেন তারা। পপুলার২৪নিউজ ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পতি পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীকে বিশেষ সন্মাননা স্মারক প্রধান করেন। অনলাইন পত্রিকাটির সম্পাদক মাসুদ মিয়া এসময় উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর উপ ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ।