নিজস্ব প্রতিবেদক
চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর এই চার পণ্যের শুল্ক কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন ৮ ফেব্রুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মঙ্গলবার (৬ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ে আসবেন, আমরা আশা করছি তার আগেই চার পণ্যের শুল্ক কমানো সংক্রান্ত অর্ডার (প্রজ্ঞাপন) তৈরি হয়ে যাবে।
এর আগে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে চার নিত্যপণ্যের ওপর শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রমজানকে সামনে রেখেই এই চার পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে এসব পণ্যে শুল্ক কী পরিমাণ কমানো হবে, তা এনবিআর ঠিক করবে।
টিটু আরও বলেন, এ মুহূর্তে চাল আমদানির প্রয়োজন নেই, তবে কেউ কমদামে চাল বাজারজাত করতে চাইলে সরকারের আপত্তি নেই। এখন থেকে বাণিজ্য, খাদ্য ও কৃষি মন্ত্রণালয় সমন্বিতভাবে বাজার মনিটরিং করবে। বাজার নিয়ন্ত্রণে ২০ ফেব্রুয়ারির মধ্যে চালসহ অন্যান্য খাদ্যপণ্যের উৎপাদনের তথ্য ও যৌক্তিক মূল্য কৃষি বিপণন অধিদফতর জানিয়ে দেবে।
এখন থেকে চাল ও ধানের বস্তার গায়ে মিলগেটের দাম লেখা থাকতে হবে, না লিখলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আহসানুল ইসলাম টিটু।
সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুর রহমান প্রমুখ।