৮ কোটি টাকাসহ গ্রেফতার তিন জনের ৫ দিন করে রিমান্ড

সংসদ নির্বাচনে ভোট কেনার জন্য প্রায় সাড়ে ৮ কোটি টাকাসহ গ্রেফতার তিন জনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন ইউনাইটেড কর্পোরেশনের এমডি আলী হায়দার, গুলশানের আমেনা এন্টার প্রাইজের জিএম (এডমিন) জয়নাল আবেদিন ও অফিস সহকারী আলমগীর হোসেন।

বুধবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মতিঝিল থানায় মানি লন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন।

অপরদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। আসামিদের কাছ থেকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক উদ্ধার করা হয়। টাকাগুলো ‘একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য’ দুবাই থেকে বাংলাদেশের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

 

পূর্ববর্তী নিবন্ধএত বড় মাপের মানুষের মুখে নোংরা ভাষা মানায় না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআগামী বছরেই হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল: পুতিন