৮৮ রানে আউট হয়ে গেলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরির দিকে কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিলেন! কিন্তু ট্রেন্ট বোল্টের একটি বলে পরাস্ত হয়ে গেলেন মুমিনুল হক। জোরালো আবেদন কিউই বোলার এবং ফিল্ডারদের। লম্বা আবেদনের সামনে আম্পায়ার বাধ্য হলেন আঙ্গুল তুলে দিতে।

কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না মুমিনুল। তিনি রিভিউ চেয়ে বসলেন। তাতে দেখা গেলো, বলটি একটু উঁচুতে ছিল বটে। যদিও বল গিয়ে ভেতরের পায়ে আঘাত হানে। পরে ট্র্যাকারে দেখা গেলো বল আঘাত হানতো মিডল স্ট্যাম্পে। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রইলো। ব্যক্তিগত ৮৮ রানে আউট হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক। আফসোস রয়ে গেলো মাত্র ১২ রানের জন্য।

দলীয় ৩৬১ রানে আউট হলেন মুমিনুল হক। পড়লো পঞ্চম উইকেট। লিটন দাসকে নিয়ে ১৫৮ রানের জুটি গড়েন মুমিনুল। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৪৩.৩ ওভারে ৩৬৯। লিড দাঁড়িয়েছে ৪১ রানের। ৮৫ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস। নতুন ব্যাট করতে নামা ইয়াসির আলি রাব্বি এখনও রানের খাতা খোলেননি।

পূর্ববর্তী নিবন্ধ‘চোখের বালিরাই’ জেতালেন বার্সাকে
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ১৪৪ ধারা ভেঙে বিএনপির বিক্ষোভ-সমাবেশ