৮৪ কোটি টাকা ফিরিয়ে দিলেন ‘পাঠান’ সিনেমার পরিচালক!

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরেন বলিউড বাদশা শাহরুখ খান। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সময় স্বল্পতার কারণে এই পরিচালক এবার ৬৫ কোটি রুপি ফিরিয়ে দিলেন।

কিন্তু কিসের টাকা ফিরিয়ে দিলেন সিদ্ধার্থ? টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কয়েক বছর আগে প্রভাসকে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন সিদ্ধার্থ। মিথরি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মিত হওয়ার কথা ছিল। প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সিদ্ধার্থ। আর পারিশ্রমিক হিসেবে ৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৪ কোটি ৬৮ লাখ টাকার বেশি) নিয়েছিলেন তিনি। কিন্তু প্রভাস-সিদ্ধার্থের শিডিউল মিলছে না। যার ফলে এই অর্থ ফিরিয়ে দিয়েছেন ‘পাঠান’খ্যাত এই নির্মাতা।

প্রভাস-সিদ্ধার্থ অন্য কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী কয়েক বছর তাদের শিডিউল লক করা। প্রভাসের হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে। অন্যদিকে সিদ্ধার্থ ব্যস্ত ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে। এ সিনেমার পর ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধ২০ বছরের বড় নায়ককে চুমু খেয়ে ক্যারিয়ার গড়েন মাধুরী!
পরবর্তী নিবন্ধলক্ষ্ণৌরকে ৫৬ রানের জয়ে প্লে-অফে এক পা গুজরাটের