৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা নিয়ে প্রথম থেকেই দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সিনেমাটির মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, উন্মাদনা ততই মাত্রা ছড়াচ্ছে। ইউরোপ-আমেরিকার দেশগুলোতে অগ্রিম টিকিট বিক্রির ধুম পড়েছে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশেও একইদিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

 

সিনেমাটির আমদানি করা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্বজুড়ে মুক্তির দিনই ‘জাওয়ান’ দেখা যাবে বাংলাদেশে। আজ (৩ সেপ্টেম্বর) সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে।

অনন্য মামুন বলেন, “আশা করছি দ্রুতই ‘জাওয়ান’ সেন্সর ছাড়পত্র পাবে। আমরা সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিন বাংলাদেশের দর্শকদের দেখাতে প্রস্তুত।”

 

সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও আছেন দীপিকা পাড়ুকোন।

জানা গেছে, জার্মানির লিওনবার্গে অবস্থিত বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পাবে ‘জওয়ান’। সেই পর্দার দৈর্ঘ্য ১২৫ ফুট এবং প্রস্থ ৭২ ফুট। এটিই প্রথম ভারতীয় সিনেমা, যেটি এই থিয়েটারে মুক্তি পেতে চলেছে।

 

পূর্ববর্তী নিবন্ধমেসিকে দেখতে মায়ামির ম্যাচে তারকার মেলা
পরবর্তী নিবন্ধনেপালকে ব্যাটিংয়ে পাঠাল ভারত