৭ দিনে `দশম অবতার’ সিনেমার আয় প্রায় ৬ কোটি টাকা

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। গত ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘দশম অবতার’ সিনেমা। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।

মুক্তির পরপর দর্শকরা সিনেমাটির প্রশংসা করেন। সময়ের সঙ্গে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া সামনে আসছে। তবে সবকিছু ছাপিয়ে সিনেমাটিতে বিশেষভাবে নজর কেড়েছেন জয়া আহসান। সমালোচনা মিশ্র হলেও বক্স অফিসে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ইনস্টাগ্রাম পোস্টে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘দশে- দশ, দশম অবতার! সব রেকর্ড ভেঙে সিনেমাটি ৭ দিনে আয় করেছে ৪.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

বলিউডের রোহিত শেঠির স্টাইলে বাংলা ভাষায়ও কপ ইউনিভার্স গড়েছেন সৃজিত মুখার্জি। ‘২২ শ্রাবণ’-এর সিক্যুয়েল বানিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’ শিরোনামে। আর ‘২২ শ্রাবণ’-এর প্রিক্যুয়েল ‘দশম অবতার’। এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।

এছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন— প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত।

 

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের এখনও সুযোগ আছে, মনে করেন তাসকিন আহমেদ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ-বিএনপির সমাবেশ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : ডিএমপি