৭ দিনের রিমান্ডে জি কে শামীম

নিজস্ব প্রতিবেদক :ক্যাসিনো কাণ্ডে জড়িত ও অবৈধ পন্থায় অর্জিত সম্পদের মালিক হওয়া ঠিকাদার জি কে শামীমের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। রোববার দুদক পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ করছে জি কে শামীমকে। দুপুর ২টায় থেকে তার জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।

দুদক সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর জি কে শামীম বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদা মামলা করে দুদক। মামলার পরপরই অন্য মামলায় কারাগারে থাকা শামীমকে নিজেদের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করেন। পরে তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে যান দুদক কর্মকর্তারা। শুনানি শেষে আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পূর্ববর্তী নিবন্ধদুদক কার্যালয়ে সাকিব আল হাসান
পরবর্তী নিবন্ধই-পাসপোর্ট চালুর সুনির্দিষ্ট তারিখ দেইনি : স্বরাষ্ট্রমন্ত্রী