পপুলার২৪নিউজ ডেস্ক:
ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ে ৭ ঘণ্টা পর ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আফ্রিকা যাওয়ার পথে ফুয়েল নেওয়ার জন্য শুক্রবার ১২টা ৪৫ মিনিটে চীনের একটি বিশেষ ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
ফুয়েল সংগ্রহ শেষে রাত ২টার দিকে ঢাকা ছাড়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে শনিবার সকাল ৯টার দিকে তিনি ঢাকা ত্যাগ করেন। রাতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক চীনা পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। এসময় তাদের মধ্যে সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে চীনের স্পেশাল ফ্লাইট বিডিজে-৮০১- এর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তার সফর সঙ্গী ছিলেন ৮ জন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে তিনি রিফুয়েলিংয়ের জন্য ঢাকায় অবতরণ করেন। ওয়াং ই ৭ থেকে ১২ জানুয়ারি আফ্রিকার মাদাগাস্কার, জাম্বিয়া, তানজানিয়া, কঙ্গো ও নাইজেরিয়া সফর করবেন।