৭ উইকেট হারিয়ে বিপদে দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:

তাসকিন আহমেদ যেন আজ সেঞ্চুরিয়নে রীতিমতো আগুনই ঝরাচ্ছেন। এর আগে দুই ওভারে ভেরেইনা, ইয়ানেমান মালানকে ফিরিয়ে কাঁপন ধরিয়েছিলেন দক্ষিণ আফ্রিকানদের বুকে। এবার ডোয়াইন প্রিটোরিয়াসকে নিজের তৃতীয় শিকার বানালেন তিনি। তাতে দক্ষিণ আফ্রিকা পড়ে গেছে ঘোর বিপদেই।

ইনিংসের ২৫তম ওভার করতে আসা তাসকিন আহমেদ বলটা ফেলেছিলেন ব্যাক অফ লেন্থে। অফস্টাম্পের অনেক বাইরে ছিল বলটা। সেটা তাড়া করে বসেন ডোয়াইন প্রিটোরিয়াস। তবে তার শরীর যায়নি বলের লাইনে, কেবল হ্যান্ড-আই কোঅর্ডিনেশনেই বলটা সপাটে আছড়ে ফেলতে চেয়েছিলেন বাউন্ডারির বাইরে।

সেই ভাবনায় সফল হননি দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার। ব্যাটের বাইরের কোণায় লেগে তা গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। ৩০ বলে ২০ রান করে বিদায় নেন প্রিটোরিয়াস। ৩ উইকেট জমা পড়ে তাসকিনের ঝুলিতে। দক্ষিণ আফ্রিকা হারিয়ে বসে তাদের সাত উইকেট, পড়ে ঘোর বিপদে।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধের প্রভাবেই বাড়ছে গ্যাসের দাম: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করে প্রজ্ঞাপন