৬ বলে টানা ৬ ছক্কা, ২৫ বলে সেঞ্চুরি

পপুলার২৪নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টির বদৌলতে ক্রিকেট হয়ে গেছে এখন ব্যাটসম্যানদের খেলা। তাতে বাড়তি মাত্রা যোগ করেছে টি-টেন। স্বাভাবিকভাবেই ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংষ্করণে চার-ছয় ছাড়া যেন কোনো কথা নেই। সেটি দারুণভাবে করে দেখালেন ইংলিশ ক্রিকেট ক্লাব সারের ২০ বছর বয়সী অলরাউন্ডার উইল জ্যাকস।

ইংল্যান্ডে এখন চলছে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব। এতে টি-টেন ম্যাচে মাত্র ২৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন জ্যাকস। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে এ টর্নেডো ইনিংস খেলার পথে ৬ বলে টানা ৬ ছক্কাও মেরেছেন তিনি। অর্থাৎ ১ ওভারেই মেরেছেন ৬টি ছক্কা।

সম্প্রতি ক্রিকেট মহলে সাড়া ফেলেছে ১০ ওভারের টি-টেন লিগও। তাই নিজেদের প্রাক-মৌসুম প্রস্তুতিটা টি-টেন টুর্নামেন্ট দিয়ে সেরে নিচ্ছে ইংলিশ কাউন্টি দলগুলো। তবে এ ম্যাচগুলো অফিসিয়ালি স্বীকৃত নয়।

সারে ইনিংসের ১০ ওভারের ৫ ওভার একাই খেলেন জ্যাকস। ১১ ছক্কার বিপরীতে ৮ চারে খেলেন ১০৫ রানের বিস্ফোরক ইনিংস। এর মাঝে স্টিফেন পেরির করা ওভারে তাণ্ডব চালিয়ে ৬ ছক্কা হাঁকান তিনি। এ পথে টি-টেন ক্রিকেটে অ্যালেক্স হেলসের করা দ্রুততম ৮৭ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন প্রতিভাবান ক্রিকেটার।

শেষ পর্যন্ত সারের ইনিংস থামে ৩ উইকেট ১৭৬ রানে। জবাবে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে মাত্র ৮১ রান তুলতে সক্ষম হয় ল্যাঙ্কাশায়ার। জ্যাকসের রেকর্ডের দিনে বল হাতে আগুন ঝরিয়েছেন ৪১ বছর বয়সী গ্যারেথ ব্যারি। মাত্র ২১ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এতে ৯৫ রানের বিশাল জয় পায় সারে।

পূর্ববর্তী নিবন্ধবরিশালে বাস-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ কখনই গণতন্ত্র চায়নি: মঈন খান