৬ নভেম্বর শুরু হচ্ছে কপ-২৩ জলবায়ু সম্মেলন

পপুলার২৪নিউজ ডেস্ক :
আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৩।

জামার্নিতে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১৯৭ দেশের প্রায় দশ হাজার প্রতিনিধি অংশ নিবে। ১৭ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার উপায় এবং আগের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।

এ বছর বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতত্বে ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি অংশ নেবে কপ-২৩ এ।

 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ তথ্য জানান।

গত জলবায়ু সম্মেলন হয়েছিল মরক্কোয়। ঐ সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে দ্বীপরাষ্ট্র ফিজি কপ-২৩র আয়োজকের দায়িত্ব পালন করবে। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ দেশটিতে এতবড় সম্মেলন আয়োজনের অবকাঠামোগত সুবিধা না থাকায় জার্মানির সহায়তায় বন শহরে আগামী ৬ নভেম্বরে এবারের জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে।

বন ও পরিবেশ মন্ত্রী বলেন, এবার বিশ্ব জলবায়ু সম্মেলনে আমাদের উদ্বেগের কথা তুলে ধরবো। তবে আপনারা আর এ বিষয়ে কোনো প্রশ্ন করবেন না। কারণ আমরা বড় দেশগুলোর সঙ্গে পারছি না। আমরা চেষ্টা করছি। এভাবেই আমাদের চলতে হবে। এছাড়া আমাদের কিছু করার নেই।

-অর্থসূচক

পূর্ববর্তী নিবন্ধদুই দিনব্যাপী আন্তর্জাতিক ওয়াকফ সম্মেলন শনিবার
পরবর্তী নিবন্ধউদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের দুই রেল সেতু