৬ ঘণ্টা পর জামালপুর-সরিষাবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনা ঘটেছে। এতে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুরের সঙ্গে সরিষাবাড়ীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।

জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জিএম লোকাল ট্রেনটি জামালপুর স্টেশনের অদূরে পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে জামালপুরের সঙ্গে সরিষাবাড়ীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় সরিষাবাড়ীর তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ী স্টেশনে আটকা পড়ে। পরে রাত ৪টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে সকাল ৬টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধপাটুরিয়া-দৌলতদিয়া পারাপারের অপেক্ষায় ২ শতাধিক গাড়ি
পরবর্তী নিবন্ধআজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে