নিজস্ব প্রতিবেদক
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১২) মার্চ এ পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
শেখ হাসিনা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও হাসান মাহমুদ খন্দকারসহ মোট নয় জন।
আসামিদের মধ্যে জিয়াউল আহসান, টুকুসহ ৪ জন গ্রেফতার আছেন। বাকিরা পলাতক।