বিনোদন ডেস্ক:
তরুণ কণ্ঠশিল্পী রিয়াদ আহসানের ‘এমন জীবন কেন দিলা’ গান নিয়ে হাজির হয়েছেন। গানটি ইউটিউবে ৫ কোটি ভিউ পার করছে। গীতিকার জে এস জিসানের কথায় এই গানে সুর করেছেন রিয়াদ আহসান। এতে সংগীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন।
হৃদয়ছোঁয়া কথা, গভীর আবেগময় সুর ও সুরেলা কণ্ঠ মিলে গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
গানটির সাফল্য প্রসঙ্গে রিয়াদ আহসান বলেন, ‘গানের কথায় এক ধরনের কষ্ট আর দরদ আছে, যা শ্রোতাদের ছুঁয়ে গেছে। সম্ভবত এটাই গানটির এত জনপ্রিয় হওয়ার মূল কারণ।’
গীতিকার জে এস জিসানও গানটির ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শুধু গানের কথাই নয়, রিয়াদের কণ্ঠ এবং সুরও শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। গানটির প্রতিটি লাইনই অনুভূতির গভীরতা বহন করে।’
শুধু ইউটিউবের অফিশিয়াল আপলোডেই ৫ কোটি ভিউ ছাড়িয়েছে গানটি, এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মেও গানটি ঝড় তুলেছে। ফেসবুক ও ইউটিউবে অসংখ্যবার রি-আপলোড হয়েছে, পাশাপাশি টিকটক, ইনস্টাগ্রাম রিলস ও অন্যান্য ইউজার-জেনারেটেড কনটেন্ট প্ল্যাটফর্মেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গানটি।