৫ আগস্ট সরকারিভাবে উদযাপন হবে শেখ কামালের জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক:

এখন থেকে প্রতিবছর ৫ আগস্ট সরকারিভাবে উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকী।

এ জন্য প্রতিবছর ৫ আগস্ট ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’-এর জন্মবার্ষিকী উদযাপন এবং দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এ বছর ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ শেখ কামালের জন্মবার্ষিকী প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারিভাবে উদযাপন করা হয়। প্রধানমন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ভার্চুয়ালি আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাড়াও তারা ক্রীড়া সংগঠকদের অনুদানও প্রদান করেছে। এরই পরিপ্রেক্ষিতে ওনারা (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) প্রতি বছর ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপনের লক্ষ্যে একটা প্রস্তাব নিয়ে এসেছেন। এ জন্য তারা আন্তঃমন্ত্রণালয় সভাসহ অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে এটা নিয়ে এসেছেন।’

মন্ত্রিসভা আলাপ-আলোচনার মাধ্যমে এটিকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে গ্রহণ করেছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মারা গেছেন ইসমাইল হোসেন বেঙ্গল
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের শততম উপশাখা ও ৪৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন