পপুলার২৪নিউজ ডেস্ক:
মেক্সিকোর এক গুহায় স্বচ্ছ স্ফটিকে ৫০ হাজার বছর আগের জীবনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। খবর দ্য গার্ডিয়ানের।
মেক্সিকোর ওই গুহাগুলোর প্রাকৃতিক পদ্ধতি অত্যন্ত মনোরম। এগুলো আবার বেশ উষ্ণ। এ জন্য গুহাগুলোকে একইসঙ্গে পরীর দেশ ও নরক বলে আখ্যায়িত করা হয়।
মেক্সিকোর উত্তরাংশের চিহুয়াহুয়া প্রদেশের নাইসা এলাকায় এসব গুহার অবস্থান।
সেখানেই এক গুহায় স্ফটিকের মধ্যে সুপ্ত অবস্থায় উদ্ভট ও প্রাচীণ এ কীটানুর সন্ধান পান বিজ্ঞানীরা। এসব কীটানু বিভিন্ন খনিজ পদার্থ থেকে জীবনীশক্তি সংগ্রহ করে টিকে থাকতে পারে। বিশেষ করে আয়রন ও ম্যাঙ্গানিজের মতো পদার্থ থেকে শক্তি সংগ্রহ করে তারা।
নাসার অ্যাস্ট্রোবায়োলজি ইনস্টিটিউটের প্রধান পেনেলপ বোস্টন বলেন, এটা এক বিশেষ জীবন। এদেরকে এক কথায় আমরা বলতে পারি টাইমমেশিন।
গবেষণা শেষে হয়তো আমরা জানাতে পারবো কীভাবে চরম প্রতিকূল অবস্থাতেও কীটানুরা হাজারো বছর ধরে টিকে থাকে।
এই কীটানু নিয়ে গত নয় বছর ধরে গবেষণা চলছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রকাশনা বের হয়নি।
বোস্টনের মতে, ল্যাবের ভেতরে ও প্রতিকূল পরিবেশে কীটানুদের টিকে থাকার বিষয়ে আরও গবেষণার প্রয়োজন।