৫০ ফিলিস্তিনি না খেয়ে ইসরাইলের কারাগারে

পপুলার২৪নিউজ ডেস্ক :
ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের সুযোগ-সুবিধা কমিয়ে দেয়ার প্রতিবাদে কারাগারে না খেয়ে আছেন ৫০ ফিলিস্তিনি।

বন্দিদের ও তাদের পরিবারদের দেয়া সুবিধা অব্যাহত রাখার দাবিতে বৃহস্পতিবার থেকে অনশন করছেন ওই ৫০ বন্দি।

মনসুর শামস নামের সাবেক এক বন্দি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ইতিপূর্বে সেখানে অন্য বন্দিরাও একই ধরনের অনশন করেছিল বলে জানান মনসুর।

গত ৪৬ দিনে রামাল্লা থেকে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করা হয়। যারা কারাগারে এই আন্দোলন করছেন।

মনসুর জানান, সুযোগ-সুবিধা কমানোর বিষয়টি নিয়ে গত সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজ গেলেন সাকিব, মিরাজের ম্যাচ শনিবার
পরবর্তী নিবন্ধষোড়শ সংশোধনী যতবার বাতিল সংসদে ততবারই পাস হবে: অর্থমন্ত্রী