৫০৫৪ নার্স নিয়োগ কেন অবৈধ নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশকৃত ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫১ জনের নিয়োগ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রদ্ধা-ভালোবাসায় সি আর দত্তকে চিরবিদায়
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৫০